মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
Bengali Bengali English English
সদ্য পাওয়া :
সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুর রিমান্ড মঞ্জুর বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খারিজ বকশীগঞ্জে ছাত্রলীগের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষকে স্বাগত বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন বকশীগঞ্জে স্কুল থেকে ফেরার পথে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের শিকার টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত বকশীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা দেওয়ানগঞ্জে মাদ্রাসা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বকশীগঞ্জে পুলিশের অভিযানে বিএনপির ৯ নেতাকর্মী আটক বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা

রোববার হরতাল ডেকেছে বিএনপি

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৬৬ জন সংবাদটি পড়ছেন

অনলাইন ডেস্কঃ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রোববার (০২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

রাজধানীবাসীকে শান্তিপূর্ণভাবে এ হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। এ সময় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন বিএনপির পক্ষ থেকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন মির্জা ফখরুল।

নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এ নির্বাচন কমিশন একেবারেই সরকারের ক্রীড়ানক হিসেবে কাজ করছে। তারা একেবারেই অযোগ্য। তাদের পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়।

ঢাকার দুই সিটি নির্বাচনে ভয়াবহ রকমের কারচুপি, জালিয়াতি ও জবরদস্তি করে জনগণের রায়কে পদদলিত করে একেবারে লুট করে ফলাফল দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এ প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে হরতাল আহ্বান করছি। আমরা আশা করছি, রাজধানীবাসী শান্তিপূর্ণভাবে এ হরতাল পালন করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তারা সহযোগিতা করবেন। হরতালের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, খাবার দোকান, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।

পছন্দ হলে শেয়ার করুন

এ ধরনের আরও সংবাদ
সাপ্তাহিক বকশীগঞ্জ
        Develop By CodeXive Software Inc.
HelloBangladesh