স্টাফ রিপোর্টার
জামালপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা খারিজ করেছে ময়মনসিংহ সাইবার ক্রাইম ট্রাইবুনাল আদালত। আদালতে বিচারক বজলুর রহমান এ আদেশ দেন।
১৪ জুন (বুধবার) এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের পেশকার আব্দুল মালেক।
এ আগে গত ১৪ মে ময়মনসিংহ সাইবার ক্রাইম ট্রাবুনালে মামলাটি করেন সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু।
মামলায় বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট ও পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম রাব্বান নাদিম, দৈনিক জবাবদিহি পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি আল মুজাহিদ বাবু ও সপ্তাহিক বকশীগঞ্জ পত্রিকার নিজস্ব প্রতিনিধি সাদ্দাম হোসেন রোমনসহ অপর আরেকজনকে আসামী করা হয়।
প্রসঙ্গত, মাহামুদুল আলম বাবু, সাধুরপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান। তিনি সাবিনা ইয়াসমিন নামে এক মহিলাকে বিচারের আশ্বাসে ছলনা করে ২ ছেলে ও স্ত্রী রেখে বিয়ে করেন। পরবর্তী সময়ে সাবিনা ইয়াসমিনকে ১ কন্যা সন্তান রেখে গত ৮ মে ক্ষমতা প্রভাব খাটিয়ে তারিখ পিছিয়ে তালাক প্রদান করেন।
এ বাংলানিউজসহ একাধিক পত্রিকার সংবাদ প্রকাশ হলে ক্ষুব্দ হয়ে বকশীগঞ্জের ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মুলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলা করায় তিব্র নিন্দা জানিয়েছেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারন সম্পাদক লুৎফর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ ও বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন।