জামালপুরের বকশীগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীর (SOD) আলোকে “জরুরি সাড়াদান” পদ্ধতি শক্তিশালী করণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- প্রকল্প সমন্বয়ক প্রভাতী প্রকল্প ডিডিএম কম্পোনেন্ট ও পরিচালক (এমআইএম) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিতাই চন্দ্র দে সরকার।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ অনেকে।
উল্লেখ্য, দিনব্যাপী এই কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভিন্ন বিষয় নিয়ে বক্তাগণ আলোচনা করেন।