বকশীগঞ্জে পুলিশের অভিযানে বিএনপির ৯ নেতাকর্মী আটক – সাপ্তাহিক বকশীগঞ্জ
Site icon সাপ্তাহিক বকশীগঞ্জ

বকশীগঞ্জে পুলিশের অভিযানে বিএনপির ৯ নেতাকর্মী আটক

জামালপুরঃ জামালপুরের বিভিন্ন নাশকতা মামলায় ৯ নেতাকর্মীকে আটক করেছে বকশীগঞ্জ পুলিশ।

বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকৃতদের তাৎক্ষনিক নাম ও পরিচয় পাওয়া যায়নি।

বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গত ২৪ ঘন্টায়  বকশীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিএনপির ৯জনকে আটক করা হয়েছে। এদের প্রত্যেকদের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল ও পরিবেশ সৃষ্টি নাশকতা করার অভিযোগ রয়েছে। শুক্রবার দুপুরে তাদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।

দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে এ গ্রেফতার অভিযান অব্যহত থাকবে বলে জানান থানা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

Exit mobile version