জামালপুরঃ জামালপুরের বকশীগঞ্জে কার্ড বিতরণে অনিয়মের কারণে তৃনমুলের নেতাকর্মীদের নিকট গণধোলাইয়ের শিকার হয়েছে আবুল হাসেম।
আবুল হাসেম বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের দায়িত্বপ্রাপ্ত সাধারন সম্পাদক।
সোমবার দুপুর ১টার দিকে বকশীগঞ্জ পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, সম্প্রতি বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগ নির্বাচিত কমিটির সভাপতি হাফিজুর রহমান বাবু ও সাধারন সম্পাদক ডাঃ আব্দুল মান্নানকে বাদ দিয়ে উক্ত দুই পদে আব্দুল মান্নান ও আবুল হাসেমকে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই একের পর এক অনিয়মে জড়িয়ে পড়েন। সরকারী কার্ড বিক্রি, ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে দুব্যবহার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতাদের কুটক্তি করলে ক্ষিপ্ত হয়ে ওয়ার্ড আওয়ামীলীগের নেতা-কর্মীরা মারধোর করে।
এ বিষয়ে আবুল হাসেম জানান, আমি বকশীগঞ্জ বাজার হতে বাড়ী ফেরার পথে উপজেলা পরিষদের সামনে আসলে অতর্কৃতভাবে হামলা চালায়। তবে হামলার সাথে জড়িতদের নাম বলতে চাননি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেন নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।