স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশ কিছু সময় বাকী থাকলেও মাঠে নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা।
ইত্যিমধ্যেই জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীদের নাম চেয়ে সংশ্লিষ্ট উপজেলা আওয়ামীলীগের বরাবর চিঠিও দেওয়া হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় সুত্রে জানাগেছে, জামালপুর-০১ আসনে এ পর্যন্ত এমপি আবুল কালাম আজাদ, নুর মোহাম্মদ, মোখলেছুর রহমান পান্না, আবুল কালাম আজাদ ফড়িং, আলহাজ্ব ইলিয়াস আলী নির্বাচনে অংশ নেওয়ার জন্য উপজেলা আওয়ামীলীগ বরাবর জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতিও জমা দিবেন বলে এক ঘনিষ্ঠ সুত্রে জানাগেছে।
জামালপুর-০১ আসনে নির্বাচনে দেওয়ানগঞ্জ থেকেও বেশ কয়েকজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
এদিকে বুধবার দিনভর মেরুরচর, সাধুরপাড়া, বকশীগঞ্জ সদর ও কামালপুরে গণ সংযোগ করেছেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান পান্না।
এর আগে বকশীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মরহুম আব্দুল আলিম তারার কবর জিয়ারত করেন তিনি।