স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জোহুরা বেগমের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।
শনিবার উপজেলা গ্রন্থাগারের অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শেষে এ ঘোষনা দেওয়া হয়।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জোহুরা বেগমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল উপজেলা আওয়ামী লীগ। একই সঙ্গে ৩দিনের মধ্যে স্বশরীরের উপস্থিত হয়ে তাঁর কাছে লিখিত ও মৌখিক জবাব চাওয়া হয়।
তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে না, তা পত্রপ্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে স্বশরীরে এবং লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেয় উপজেলা আওয়ামী লীগ।
নোটিশ প্রাপ্তির নির্দিষ্ট সময়ের আগেই জবাব দেন জোহুরা বেগম। ৪ মার্চ তার বিরুদ্ধে করা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল তাকে চিঠি দিয়ে জানানো হবে।