স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জ ক্রিড়া উন্নয়ন ক্লাবের উদ্যোগে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে বকশীগঞ্জ ভোকেশনাল স্কুল মাঠে খেলায় নিলক্ষিয়ার শ্রাবন্তি একাদশ ৬ উইকেটে হারায় হাজীপাড়া ক্রিকেট একাদশকে।
প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭২ রান করে হাজীপাড়া একাদশ। ৭৩ রানে লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৩ বল বাকী থাকতেই লক্ষ্যমাত্রায় পৌছে যায় নিলক্ষিয়া শ্রাবন্তি একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
টুর্নামেন্টে ৩২টি দল নক আউট পদ্ধতিতে অংশ নেয়।