জামালপুরের বকশীগঞ্জ পৌরসভায় উদ্বোধিত হলো স্ট্রীট লাইট। পৌরসভা উন্নয়ন প্রকল্পের আওতায় ৬৯ লক্ষ টাকা ব্যায় ৪ কিলোমিটারে ৬টি গ্রামে ১৩১টি লাইট বসানো হয়।
শনিবার সন্ধ্যায় সুইচ চেপে এসব বাতি উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
এ সময় বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা ও বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম।
ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস জুই এন্টারপ্রাইজ এসব কাজ ব্যস্তবায়ন করেছে।
এসব লাইট উদ্বোধন হওয়ায় বকশীগঞ্জ পৌর এলাকায় অপরাধ প্রবনতা কমবে বলে জানান স্থানীয়রা।