স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নবগঠিত ওয়ার্ড কমিটি হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসব কমিটি হস্তন্তর করা হয়।
কমিটি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্বে করনে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন।
এ সময় বক্তব্য রাখেন সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু।
প্রসঙ্গত, তৃণমুল আওয়ামীলীগকে শক্তিশালী করার লক্ষ্যে গত সেপ্টম্বর-অক্টোবর মাসে বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে আওয়ামীলীগ। এরই ধারাবাহিকতায় জেলা আওয়ামীলীগের তত্ববধানে সাধুরপাড়ার ৯টি ওয়ার্ড কমিটি সম্পন্ন করে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।