জামালপুরঃ জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী “মুহাম্মদ বাকী বিল্লাহ” জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ গোলাম নবী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট ইসমত পাশার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী আলহাজ্ব এইচ আর জাহিদ আনোয়ার, আইনজীবী মোঃ নওয়াব আলী,আইনজীবী আমান উল্লাহ আকাশ,আইনজীবী মোহাম্মাদ আব্দুল্লাহ, আইনজীবী মোঃ শওকত আলী,আইনজীবী মোঃ নজরুল ইসলাম,আইনজীবী মোঃ বাদশা মিয়া,আইনজীবী মোঃ সফিকুল ইসলাম আক্কাছ,আইনজীবী মোঃ ইসমাইল হোসেন , আইনজীবী বাবর আলী খান, আইনজীবী মনোয়ার হোসেন,আইনজীবী রাশেদুল ইসলাম খোকন প্রমূখ।
এসময় জামালপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সহ অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।