জামালপুরঃ “মানুষ মানুষের জন্য, মানবতার সেবাই তারণ্য” এই স্লোগান নিয়ে জামালপুরের বকশীগঞ্জে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১৩ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদের উদ্যোগে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল হক পারভেজ।
এসময় বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদের প্রকৌশলী তৈয়বুর রহমান তারেক, মোতাসিম বিল্লাহ, মাহবুব শিশির, রকিবুল ইসলাম, আল আরিফ, সুমন মিয়া, রাজু আহাম্মেদ, শামছুর রহমান, সোলায়মান হক শাকিল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদ বন্যায় বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ,গরিব অসহায় শিক্ষার্থীদের সহায়তা সহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকে।