জামালপুরঃ শীতে কাপচ্ছে উত্তর অঞ্চল। এসব দুই হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন জামালপুর জেলা পরিষদের সদস্য শীলা সরোয়ার।
বুধবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীর্তাত মানুষের মাঝে এসব পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তাগীর গাজী গ্রুপের দেওয়া এসব কম্বল বিতরণ করেন।
প্রথমে দেওয়ানগঞ্জ সদর ও চুকাইবাড়ী ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে তিনি এসব কম্বল বিতরণ করেন।
এ সময় দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান খান, চুকাইবাড়ী মোঃ সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান উপস্থিত ছিলেন।