স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জে উপজেলা তাঁতী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বকশীগঞ্জ মধ্যবাজার কলা হাটিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক এমডি রাকিবিল্লাহ সভাপতিত্বে কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহামুদুল আলম বাবু।
এ সময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য শাহিদুজ্জামান, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাসানুজ্জামান সজিব, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শোয়েব হোসেন সজল, যুবলীগ নেতা আক্রামুজ্জামান মাজু, সুমন মিয়া প্রমুখ।
কর্মী সমাবেশ সঞ্চালনা করেন তাতী লীগের সাধারন সম্পাদক লিপন মিয়া।
সামাবেশে চলমান উপজেলা আওয়ামীলীগের কমিটিকে কেন্দ্র করে অপ্রচাররে বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তরা।