স্টাফ রিপোর্টারঃ সারাদেশের ন্যায় জামালপুরে বকশীগঞ্জে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোতেও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
সকালে রহিমা সালাম স্কুল এন্ড কলেজ মাঠে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ।
এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বকশীগঞ্জ উপজেলায় বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রহিমা সালাম স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রবিউল ইসলাম, অধ্যক্ষ হাসান বিন রফিক, জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।