নিজস্ব সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে কাটা ধানে আগুন দিয়েছে প্রতিপক্ষরা।
শুক্রবার ১১ নভেম্বর বিকাল ৩টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকা দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ধানের মালিক আব্দুল্লাহ আল ফারুক মানিক জানান, একই গ্রামের মোশারফ ও তার সহযোগীদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধীতার জের ধরে শুক্রবার বিকালে মোশারফের ছোটভাই বাবু বাড়ীর উঠানে থাকা কাটা ধানের খড়ের মধ্যে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা এসে আগুন নেভালেও আগুনের লেলিহান শিখায় প্রায় ২৫ মন ধান মূহুর্তে পুড়ে ছাই হয়।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে বকশিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) আলমগীর মুনসুর জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, মোশারফ তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ট হয়ে গত ২৩ জুলাই বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করলে প্রতিপক্ষরা আরোও ক্ষিপ্ত হয়।