জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় সংবিধান দিবস ২০২২ পালিত হয়েছে
০৪ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোঃ নুরুন্নবী অপু ।
সভার শুরুতে দিবসটির প্রতিপাদ্য বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা । আলোচনাসভায় বক্তব্য রাখেন পৌর মেয়র শেখ মোঃ নুরুন্নবী অপু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন , এমপির পিএ বিকাশ কবির ইমরান, সমবায় অফিসার জহিরুল ইসলাম, উপ কৃষি কর্মকর্তা রাসেদুল ইসলাম, কাউন্সিলর মোহসিন আলী বিপ্লব, আব্দুল মান্নান, প্রাথমিক শিক্ষক নেতা জয়নাল আবেদিন নয়াদিগন্ত সাংবাদিক খাদেমুল ইসলাম ,কালের কন্ঠের প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ ।
অনুষ্ঠানে দেশের সংবিধান সম্পর্কে ধারনা লাভ করার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন । প্রতিটি বিদ্যালয়ে সংবিধানের কপি তুলে দেওয়া হবে বলে ঘোষনা দেন উপজেলা নির্বাহী অফিসার ।