জামালপুরঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ ও তার ভাই নিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানার উপ-পরিদশর্ক (এসআই) আব্দুল হান্নান।
মামলার বাদী বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম খোকা। মামলা নং-১৯।
মামলায় গত বুধবার রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ ও তার ভাই নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের বিরুদ্ধে নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে মারধোরের অভিযোগ আনা হয়। পরে সাইফুল ইসলাম খোকাকে বহিস্কার করে উপজেলা আওয়ামীলীগ।
এ ঘটনায় বকশীগঞ্জে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। শহর জুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা।