বুধবার, ০৭ জুন ২০২৩, ০৫:০৫ পূর্বাহ্ন
Bengali Bengali English English
সদ্য পাওয়া :
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত বকশীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা দেওয়ানগঞ্জে মাদ্রাসা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বকশীগঞ্জে পুলিশের অভিযানে বিএনপির ৯ নেতাকর্মী আটক বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা দুইবার বিয়ের পরও সন্তান-স্ত্রীকে অস্বীকার করছেন ইউপি চেয়ারম্যান! বকশীগঞ্জে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু আলীরপাড়া গ্রাম থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার বকশীগঞ্জে গণধোলাইয়ের শিকার আ.লীগ নেতা সাংবাদিক নাদিমের উপর হামলা কারীদের গ্রেফতার দাবিতে প্রতিবাদ সামাবেশ

বকশীগঞ্জে আ.লীগের কমিটিতে পদ না পেয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২০০ জন সংবাদটি পড়ছেন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে পদ না পাওয়ায় ক্ষোভের আগুন জ্বলছে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও নেতাদের কুশপুতুল দাহ করার মাধ্যমে এ ক্ষোভ প্রকাশ করেন পদবঞ্চিতরা।

অর্থের বিনিময়ে জামায়াত-বিএনপির সমর্থকদের আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বানানোর অভিযোগে তারা সদর ইউনিয়নের মতির বাজার থেকে সুর্যনগর বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করেন।

পরে সেখানেই বকশীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আলমগীর কবির আলমাছসহ নেতাকর্মীদের কুশপুতুল পোড়ানো হয়।
পদবঞ্চিত নেতা মঞ্জিল শেখ, আবু বকর জানান, তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে জড়িত। এছাড়া তারা বীর মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান। কিন্তু বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি টাকার বিনিময়ে অযোগ্য ও অন্যদল করা লোকদের নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করেছেন।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, তৃণমুল আওয়ামী লীগকে শক্তিশালী করতে উপজেলার ৬৩টি ওয়ার্ডে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন চলছে। তবে স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, এসব ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের অর্থের বিনিময়ে সভাপতি ও সম্পাদক পদে নিয়োগ দিচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ।

তারা অবিলম্বে বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন সম্মেলনের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের পদ দিতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় মন্তব্য করতে রাজি হননি।

পছন্দ হলে শেয়ার করুন

এ ধরনের আরও সংবাদ
সাপ্তাহিক বকশীগঞ্জ
        Develop By CodeXive Software Inc.
HelloBangladesh