জামালপুরঃ জামালপুরের বকশীগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বকশীগঞ্জ পৌরসভা ১-০ গোলে কামালপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে অপারাজিত চ্যাম্পিয়ন হয়।
খেলায় ৮টি দল নক আউট পদ্ধতিতে অংশ নেয়।
পরে সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন।