স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জে ইসলামী ব্যাংক, বকশীগঞ্জ শাখার উদ্যোগে ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল বকশীগঞ্জ পাটহাটি এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের শাখায় এ ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের জোনাল প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বসির আহাম্মদ এর সভাপতিত্বে ইফতারপুর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
এতে স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।