স্টাফ রিপোর্টারঃ আসছে জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে দলীয় মনোনয়নে গণ সংযোগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেছুর রহমান পান্না।
মঙ্গলবার দিনব্যাপি জামালপুরের বকশীগঞ্জে নিলক্ষিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেন।
পরে নিলক্ষিয়া কর্তাবাড়ী এলাকায় এক উঠান বৈঠকে মিলত হন পুলিশের এই সাবেক কর্মকর্তা।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-০১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নে অংশ নিবেন বলে জানাগেছে।