স্টাফ রিপোর্টারঃ জামালপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে আগামী ২৯, ৩০ ও ৩১ মার্চ জামালপুর জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা, ০৮ লিখিত পরীক্ষা, ২০ এপ্রিল মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হবে।
উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, জামালপুর। এ সময় নিয়োগ বোর্ডের অন্য দুই সদস্য জনাব সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(বারহাট্টা সার্কেল) নেত্রকোনা ও জনাব মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার, (গফরগাঁও সার্কেল) উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার, জামালপুর নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্বের সহিত নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনে নির্দেশনা প্রদান করেন।
এসময় জনাব মোঃ জাকির হোসেন সুমন, অতি. পুলিশ সুপার( সদর সার্কেল), জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগন সহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।