জামালপুরঃ জামালপুরের মেলান্দহে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে দুই ব্যবসায়ীর কাছে ৮১ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৪ মার্চ) মেলান্দহ বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
মেলান্দহ উপজেলা সহ-সহকারি কমিশনার (ভূমি) মোঃ সিরাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই অর্থ জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারি কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম জানান, মেলান্দহ বাজার মের্সাস তপু এন্টারপ্রাইজ নামের ওই দোকানে ৩৭৩ টি ড্রামে ৫৬ হাজার লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি বিক্রয়ের কোন রশিদ দোকানির কাছে ছিল না। এই অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জননী তেল ভান্ডার নামে অন্য আরেকটি দোকানে ১৬৬ টি ড্রামে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি বিক্রয়ের কোন রশিদ দোকানির কাছে ছিল না। এই অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।