জামালপুরঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার স্থগিত হওয়া পাররামরাম পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী ও প্রার্থীরা।
বুধবার দুপুরে পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থগিতকৃত ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যানও ইউপি সদস্য প্রার্থীদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ইউনিয়নের দুই সহস্রাধিক মানুষ।
জানাযায়, ষষ্ঠ ধাপে ৩১ শে জানুয়ারী ইভিএম পদ্ধতিতে দেশের ২১৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীলে দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নও ছিল।
প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ ও দাখিল শেষে প্রচার প্রচারনার পর ভোট গ্রহনের আগের দিন ৩০ জানুয়ারী মহামান্য হাই কোট নির্বাচন স্থগিতের আদেশ প্রদান করেন।
প্রার্থীরা জানান, নির্বাচনের তফসীল ঘোসনায় আমরা নির্বাচনে অংশ গ্রহন করেছি। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আবু তালেব, চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়া, সাধারন সদস্য প্রার্থী ওমর ফারুক, ফিরুজ মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মুক্তারানী, শিলা খাতুন প্রমুখ।
বক্তরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ভোট গ্রহনের দাবী করেন।