“লকডাউন মানি না মানবো না” বলে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ মিছিল শেষে মধ্য বাজার সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। ঘন্টা ব্যাপি অবরোধ শেষে ব্যবসায়ীরা পূবের মত দোকান পাট খোলার ঘোষণা দেন
স্টাফ রিপোর্টার
জামালপুরের বকশীগঞ্জে লক ডাউন বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্যবসায়ীরা। এ ঘটনায় জরুরী সভা ডেকেছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।
(৬ এপ্রিল) মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এ সময় বিক্ষোভ কারীরা “লকডাউন মানি না মানবো না” বলে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ মিছিল শেষে মধ্য বাজার সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। ঘন্টা ব্যাপি অবরোধ শেষে ব্যবসায়ীরা পূবের মত দোকান পাট খোলার ঘোষণা দেন।
উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ জানান, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের সাথে আলোচনা করে ব্যবসায়ীদের সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য বলা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের শান্ত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা ব্যবসায়ীদের লকডাউন বিরোধী মিছিল সম্পর্কে জানান, সরকারের দেওয়া নির্দেশনা অবশ্যই ফলো করতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তবুও ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হবে।