জামালপুরের বকশীগঞ্জে শিশুকে মারধরের ঘটনায় শালিস বৈঠকে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষে মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ৯ টার দিকে নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে সাজিমারা গ্রামের দুই শিশুর মধ্যে মারধরের ঘটনা নিয়ে সোমবার সকালে সাজিমারা মসজিদ সংলগ্ন মাঠে একটি শালিস বৈঠক বসে।
বৈঠকে আনোয়ার হোসেন ও চঞ্চল মিয়া নামের দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।