মানুষ হত্যার প্রতিবাদে বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে এ কর্মসূচি পালন করে তারা।
জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, রুহুল আমিন মিলন, শফিকুল ইসলাম খান সজিব, শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ ও মৎস্যজীবী দল নেতা আব্দুল হালিম প্রমুখ।
এর আগে শহরের লম্বাগাছ এলাকা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।