স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় “স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে উত্তরণ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুই ব্যাপী মেলায় ২৮ মার্চ ছিল শেষ দিন। এবারের মেলায় মোট ৩৫টি স্টল অংশ নেই। উপজেলার বিভিন্ন দপ্তরসহ বাইরে থেকে বকশীগঞ্জ পৌরসভা, এনজিও উন্নয়ন সংঘ, ফায়ার সার্ভিস, বকশীগঞ্জ থানা, পল্লী বিদ্যুত বিভাগ অংশ নেয়।
মেলার প্রথম দিন ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। এদিন আলোচনা সভা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেষ দিনে মেলায় অংশগ্রহণকারী ৩৫টি স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করা হয় ও অংশগ্রহণকারী দপ্তরগুলোর মধ্য হতে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করা হয়।
তাছাড়া সকল অংশগ্রহণকারী দপ্তরের জন্য শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উত্তরণ মেলায় প্রথম হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বকশীগঞ্জ ; দ্বিতীয় হয়েছে প্রাথমিক শিক্ষা পরিবার ও যুগ্মভাবে তৃতীয় হয়েছে উপজেলা ভূমি অফিস ও বকশীগঞ্জ হাসপাতাল।
শেষে সকল দপ্তরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ও সুন্দর উপস্থাপনার জন্য অভিনন্দন জানান উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা।