জামালপুরঃ জামালপুরের সদর পৌরসভাসহ দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও ইসলামপুরে উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) দিনব্যাপী মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
আগামী ২৮ শে ফেব্রুয়ারী ৫ম ধাপে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর আগে ৪ ফেব্রুয়ারী মনোনয়ন যাচাই ও ১১ ফেব্রুয়ারী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ।
মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪, কাউন্সিলর পদে ২৬ ও সংরক্ষিত মহিলা আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী মির্জা গোলাম কিবরিয়া কবির, বিএনপি’র মনোনিত প্রার্থী আব্দুল গফুর, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি’র বিদ্রোহী) বেলাল হোসেন, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী জাহিদ হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন।
জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জনের মনোনয়ন পত্র দাখিল করেছেন। অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ৬৮ ও সংরক্ষিত (মহিলা) আসনে ১৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানু, বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাত পাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি মোস্তফা কামাল জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
ইসলামপুর পৌর নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুল কাদের শেখ,বিএনপি প্রার্থী রেজাউল করিম ঢালী ও স্বত্রন্ত্র প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম ও ইসলামিক এক্য জোট প্রার্থী আনিছুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, পৌর নির্বাচনে মোট নারী পুরুষ ভোটার রয়েছে ৩০ হাজার ২ শত ৬০ জন। এদের মধ্যে নারী ভোটার রয়েছে ১৫ হাজার ৪ শত ৭৫ জন ও পুরুষ ভোটার রয়েছে ১৪ হাজার ৭ শত ৮৫ জন। আগামি ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, ১১ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, আগামি ২৮ ফেব্রুয়ারি ১৩ টি কেন্দ্র ইভিএমে মাধ্যমে নির্বাচনের ভোট গ্রহন।
দেওয়ানগঞ্জ পৌরসভাতেও ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তারা হলেন আওয়ামীলীগের প্রার্থী ফারীন হোসেন, বিএনপির প্রার্থী সাদেক নেওয়াজী টাফি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, শেখ মোহাম্মাদ নুরুন নবী অপু, বর্তমান মেয়র শাহানেওয়াজ শাহেন শাহা, হারুন অর রশীদ, দেওয়ান মোহাম্মদ বেলাল প্রমুখ।