জামালপুরেরবকশীগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশন, এর ধানুয়া কামালপুর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া বনফুল টুরিস্ট কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন, ধানুয়া কামালপুর ইউনিয়ন এর সভাপতি মেজবাউল হক তুহিন এর সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর উদ্বোধক হিসেবে বক্তব্য ও ধানুয়া কামালপুর ইউনিয়নের সকল মানবাধিকার সদস্যদের পরিচয় করিয়ে দেন। এর আগে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জিহাদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, বকশীগঞ্জ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক জাহানারা জাহান , বকশীগঞ্জ পৌর কমিটির সভাপতি মোসাদ্দেকুর রহমান মানিক বকশীগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নাদিম, ধানুয়া কামালপুর শাখার নির্বাহী সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। পরিচিতি সভা শেষে স্থানীয় আদিবাসীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।