স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন গাছ গাছালী দিয়ে যৌন ওষুধ তৈরী ও বিক্রির দায়ে ইস্রাফিল নামে এক হাফেজ(৪৫)কে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকালে ভ্রাম্যমান আদালতের মুখ্য হাকিম ও বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) স্নিগ্ধা দাস এ দণ্ড দেন।
হাফেজ ইস্রাফিল দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া গ্রামের দিন ইসলামের ছেলে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, হাফেজ ইস্রাফিল দীর্ঘদিন যাবত বিভিন্ন ওষুধী গাছ ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধ তৈরী বকশীগঞ্জ বাজারসহ জেলার বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিলেন। রবিবার বিকালে বকশীগঞ্জে হাটে এসব ওষুধ বিক্রি কালে তাকে দণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের মুখ্য হাকিম ও বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) স্নিগ্ধা দাস সত্যতা নিশ্চিত করেছেন।