স্টাফ রিপোর্টারঃ বীরমুক্তিযোদ্ধা, স্বাস্থ্যকর্মী, পুলিশ, নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহেই পাচ্ছে মরণঘাতি করোনার টিকা। ইত্যিমধ্যেই সংশ্লিষ্ট কর্তপক্ষের মাধ্যমে চাহিদা দেওয়া হয়েছে বলে জানান বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান।
প্রথম পর্যায়ে বীরমুক্তিযোদ্ধা, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সরকারী ও বেসরকারী পর্যায়ে কর্মরতরা ও সাংবাদিকরা এই টিকা পাবেন।
তিনি আরও বলেন, প্রতিটি অফিসের চাহিদা অনুযায়ী টিকা সরবরাহ করা হবে। করোনা টিকা বিনা মুল্যে নাকি মুল্য নির্ধারন করা সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রসঙ্গত, জামালপুরের বকশীগঞ্জে মোট ১ হাজার ১৮৬ জন করোনার নুমনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৮জন আক্রান্ত হয়। মৃত্যু হয় ১ জনের।