স্টাফ রিপোর্টারঃ মেরুরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী জাহিদুল ইসলাম মঞ্জু মিয়া এলাকার প্রায় ১ হাজার দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
শুক্রবার তিনি তার নির্বাচনী ওয়ার্ড টুপকারচরে এসব কম্বল বিতরণ করেন।
জাহিদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন সমাজ সেবা কাজে নিয়োজিত রেখেছেন। কম্বল বিতরণ শেষে তিনি জানান, ভোটের জন্য নয়, এলাকার শীর্তাত মানুষদের শীত থেকে লাঘবে ক্ষুদ্র প্রায়াসের অংশ হিসাবে এ কাজ করছেন।
এদিকে এলাকায় জাহিদুল ইসলাম একজন পরিচিত মুখ। মানুষের নানা আপদে বিপদে এগিয়ে আসেন তিনি। দীর্ঘদিন যাবত তিনি মানুষের সেবা করে আসছেন।
ভোটারদের মধ্যে সাড়া জাগানো প্রার্থী জাহিদুল ইসলাম মঞ্জু।