স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জে ২টি মটারসেলকে বিষ্ফোরন ঘটিয়ে নিষক্রিয় করেছে এন্টি টরিজম ইউনিটেরর ৫ সদস্যের একটি দল।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, মর্টারসেল দুটি চলতি বছরের ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে বকশীগঞ্জের সুর্যনগর এলাকা থেকে উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ। পুলিশের ধারনা ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত মর্টারসেল দুটি অবিস্ফোরিত অবস্থায় পরে ছিল। পরে স্থানীয়রা খবর দিলে মর্টারসেল দুটি উদ্ধার করে।
৫ জানুয়ারী মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ থানার সমানে একটি ভুমিতে মর্টারসেল দুটি বিস্ফোরণ ঘটনা হয়। বিস্ফোরনে এন্টি টারিজম ইউনিটের বোমা নিষক্রিয় দলের পরিদর্শক আজিজুল হকের নেতৃত্বে ৫ সদস্যরা অংশ নেন।
বিস্ফোরনের শব্দ আসে পাশের ৫কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। প্রচন্ড বিস্ফোরণে মাটি কেপে উঠে। বড় বড় গর্তের সৃষ্টি হয়।