বকশীগঞ্জঃ বকশীগঞ্জ উপজেলায় জাতীয় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ এর শুভ উদ্বোধন হয়েছে।
(১৯ডিসেম্বর) শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা আওয়ালীগে সহ সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়া নাজিম, ডাঃ আতিকা জেসমিন, ডাঃ আতিক হাসান প্রমূখ।
উলেখ্য যে,উপজেলায় ৫০৫টি টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১০বছর পযর্ন্ত ৬০ হাজার শিশুকে ১ডোজ করে হাম – রুবেলা টিকা দেওয়া হবে।
ছুটির দিন ব্যতিত সকাল ৮ থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকা দেওয়া হবে। ১৯ ডিসেম্বর থেকে আগামী ৩১ জানুয়রী পর্যন্ত টিকা দান কর্সূচি চলবে।