স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামিমকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বকশীগঞ্জ পুরাতন গরুহাটি নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক আকরাম হোসেন জানান, আটককৃত জুবাইদুল ইসলাম শামীমের বিরুদ্ধে হত্যা মামলা গ্রেফতারী পরোয়ানা ছিল। সে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত তার মুক্তি জানিয়েছেন।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মানিক সওদাগর তার গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।