স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জে আরও এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত স্বাস্থ্যকর্মী একজন স্বাস্থ্য সহকারী হিসাবে বাট্টাজোড় ৩নং ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী হিসাবে কর্মরত আছেন। এ নিয়ে বকশীগঞ্জে গত ২ দিনে ৩জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেন। গতকাল লাউচাপড়া কমিউনিটি ক্লিনিক ও সাতানীপাড়া কমিউনিটি ক্লিনিকের ২ স্বাস্থ্যকর্মী (সিএইচসিপি) করোনায় আক্রান্ত হয়।
তাদের নিজ বাড়ীতেই গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া আসে পাশের ৮ বাড়ীসহ দুই কমিউনিটি ক্লিনিক লক ডাউন করা হয়েছে।
আরও পড়ুন- বকশীগঞ্জে আরও দুই স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত