স্টাফ রিপোর্টারঃ এবারের একুশে গ্রন্থমেলায় আসছে কবি ও কথাসাহিত্যিক গোলাম রব্বানী টুপুলের বই ‘ভূত রহস্য’।
সময়ের আলোচিত তরুন কবি ও কথাসাহিত্যিক গোলাম রব্বানী টুপুল। বহুমুখী প্রতিভার অধিকারী এই গুণী একাধারে কবি, ছড়াকার, গল্পকার ও উপন্যাসিক। তিনি একজন উঁচুমানের প্রচ্ছদশিল্পী।
জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সবুজপুর গ্রামে তার জন্ম। পিতা আলহাজ্ব আব্দুল জাব্বার ও মাতা গোলিনূর বেগমের কণিষ্ঠ পুত্র। গ্রামের পাঠশালায় প্রাথমিক পর্ব শেষ করে বাছেতপুর উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পর্ব চুকিয়ে উচ্চমাধ্যমিক পর্ব শেষ করেন দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল কলেজ থেকে। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সমাপ্ত করে সরকারের একটি করপোরেশনে নিয়োজিত আছেন।
ইতিপূর্বে তিনি যেসব গ্রন্থ লিখেন তা হল, চলো আকাশ ছুঁয়েদেখি (কাব্যগ্রন্থ), একমুঠো রদ্দুর (কাব্যগ্রন্থ), জমিদার বাড়ির চিলেকোঠা (গল্পগ্রন্থ), গন্তব্যহীন (উপন্যাস)।
এবারের মেলায়ভূত রহস্য নিয়ে তিনি বেশ আশাবাদী। এটি থ্রিলারধর্মী একটি কিশোর উপন্যাস। তবে সববয়সীকে মুগ্ধ করে রাখার মত একটি গ্রন্থ। ১৪ ফেব্রুয়ারি থেকে বইটি পাওয়াযাবে।