তারেক মাহমুদ তালাশ
দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদে গত রাতে অনুষ্ঠিত হলো আবু সাঈদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০। খেলায় চ্যাম্পিয়ন হয় ভাটিরপাড়া একাদশ, রানার্স আপ বিজয় একাদশ। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু, চিকাজানী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজাহারুল ইসলাম আকা, অন্যান্যদের মধ্যে আওয়ামীলীগ নেতা আলী হায়দার বাবুল, কালের কন্ঠের সাংবাদিক তারেক মাহমুদ বাহাদুরাবাদ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক জাকির হোসেন রতন, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজা রুহুল আমীন। বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবু সাঈদের স্মৃতির উদ্দেশ্য এই টুর্নামেন্টের আয়োজন করেন ভাটিরপাড়া ক্রিয়াচক্র।