বিশেষ প্রতিনিধিঃ জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চতুর্থবারের মতো নির্বাচিত সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে।
১ মার্চ সন্ধ্যায় আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর বাসায় গিয়ে তাকে ফুল দিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডলের নেতৃত্বে অন্যান্য সদস্যবৃন্দ।
২৭ ফেব্রুয়ারি সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত জামালপুর জেলা আইনজীবী সমিতির ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ সভাপতিসহ ১৩ পদে বিজয়ী হয়েছেন।