বিশেষ প্রতিনিধিঃ জামালপুর-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী আবুল কালাম আজাদ ২ লক্ষ ৭৪ হাজার ৬০৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আব্দুল মাজিদ। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৫ হাজার ২২৪।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪৬ হাজার ২৮৬জন।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মোঃ তাজুল ইসলাম এবং দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য দিয়ে নিশ্চিত করেন।
জামালপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ/নৌকা প্রতীক), সিরাজুল হক (গণফোরাম/উদীয়মান সূর্য প্রতীক), জাহাঙ্গীর আলম (বাংলাদেশ জাতীয় পার্টি/কাঁঠাল প্রতীক), মো: সুরুজ্জামান (ন্যাপ/কুঁড়েঘর প্রতীক) ও আব্দুল মজিদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ/হাতপাখা প্রতীক)।