পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাস্ট্রলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) পেশা কিংবা উচ্চশিক্ষার্থে বিদেশ ভ্রমণ হতে পারে। কারও কারও তীর্থ ভ্রমণ হতে পারে। পদস্থ কারও সঙ্গে সম্পর্কে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। কর্মস্থলে এমন কিছু করা ঠিক হবে না যা সমস্যার কারণ হতে পারে। সাংগঠনিক কিংবা সামাজিক কোনো কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। আপনার দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী নেতৃত্বের সুযোগ পেতে পারেন। প্রিয় মানুষের সঙ্গে দেখা হতে পারে। ঋণমুক্ত হতে চাইলে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) গবেষণামূলক কাজে সাফল্য পেতে পারেন। আইনগত বিষয়ে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। অবিবাহিতরা জৈবিক কামনা বাসনাকে নিয়ন্ত্রণে রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। গোপন কোনো বিষয়ের রহস্য উন্মোচন হতে পারে। ভ্রমণ হতে পারে। প্রবাস সংক্রান্ত কাজে আর্থিক লেনদেনে প্রতারণা এড়াতে লিখিত প্রমাণ রাখুন। আয় উন্নতির চেষ্টায় সাফল্য আসতে পারে। বড় ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) বিয়ে কিংবা সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হতে পারে। পুরানো কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রবাসী বন্ধু বা স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। সততা ও কর্মদক্ষতা পেশাগত সাফল্য ও সুনাম বাড়বে। বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) সাময়িকভাবে শরীর ও মন কম ভালো যেতে পারে। ঝামেলা এড়াতে চাইলে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। আহার-বিহারে সচেতন থাকলে ভালো করবেন। কানকথায় প্রভাবিত না হয়ে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে নিন। বিবাহিতদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। নতুন চুক্তি ঝুঁকিপূর্ণ হতে পারে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। কারও একান্ত ব্যক্তিগত বিষয়ে নাড়াচাড়া না করলেই ভালো করবেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) প্রিয়জনের সঙ্গে আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। নব দম্পতির সন্তানলাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। শিক্ষা ও গবেষণায় অগ্রগতি হতে পারে। সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হতে পারে। বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনা ফলপ্রসু হতে পারে। ব্যক্তিত্ব ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে এমন কিছু না করলে ভালো করবেন। আইনগত বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) মনের কোনো আশা পূরণ হতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হতে পারে। মাতৃসান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। সন্তানের বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। কেউ কেউ সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। পারিবারিকভাবে বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)যোগাযোগমূলক কাজে সাফল্য পেতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মাতৃস্বাস্থ্য খুব ভালো নাও যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সন্তানের বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে। মনের মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) পাওনা অর্থ আদায় হতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতা অবলম্বন করলে ভালো করবেন। যোগাযোগমূলক কাজে সাময়িক বিলম্ব হতে পারে। মাতৃস্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে ভালো করবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। নববিবাহিত দম্পতির সন্তানলাভের চেষ্টায় সাফল্য আসতে পারে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) গৃহে অতিথি আসতে পারে। নতুন কোনো কাজে হাত দেওয়া হতে পারে। শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। বিশেষ কোনো রংয়ের প্রতি আকর্ষণ বাড়তে পারে। কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। বিশেষ আলোচনায় অন্যের চেতনার স্তর বুঝে কথা বললে ভালো করবেন। ভ্রমণ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে। কারও কারও স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ হতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)সাময়িকভাবে মানসিক চাপ বাড়তে পারে। পুরানো কোনো রোগে ভুগতে হতে পারে। সুস্থ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। অতীতের কোনো কাজের ফল পেতে পারেন। বিশেষ প্রয়োজনে কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। আয় উন্নতির চেষ্টায় সাফল্য আসতে পারে। বড় ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পাওনা অর্থ আদায় হতে পারে। মনের কোনো আশা পূরণ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। সামাজিক কিংবা সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। পুরানো কোনো রোগে ভুগতে হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়তে পারে। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। সামাজিক কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে দেখাসাক্ষাত হতে পারে। বিশেষ কোনো সাফল্যের জন্য প্রশংসিত হতে পারেন। দূরে কোথাও ভ্রমণের সুযোগ পেতে পারেন। কারও কারও বিদেশযাত্রা হতে পারে। প্রচলিত আইনগত বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন।