ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
জামালপুরে পৌর এলাকার সর্দারপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাসা থেকে মুনছের আলী (২৭) নামে এক যুবকের অর্ধগলিত বিদ্যুতের তার পেছানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে এ মৃতদেহ উদ্ধার করে।
মুনছের আলী, পৌর এলাকার বাগেরহাটা আনোয়ার হোসেন আনোর ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) রাশেদুল ইসলাম জানান, সর্দারপাড়া এলাকায় পচা গন্ধ বের হলে এলাকামানুষ খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ওই পরিত্যক্ত ঘরের দরজা ভেঙ্গে মুনছের মরদেহ উদ্ধার করে। এ সময় ওই ঘরের চালের উপরিভাগ কাটা ছিল।
পরিবেশ দেখে বোঝা যায়, চুরি করতে এসে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে ৩/৪দিন আগে মারা যায়।
ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা আরও জানান।