বিশেষ প্রতিনিধি. দেওয়ানগঞ্জ
বিনা টিকিটে ভ্রমন করায় দেওয়ানগঞ্জ রেলস্টেশনে রেলওয়ে পুলিশ ৫৭ জন রেলযাত্রীকে আটক করে পরে জরিমানা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জে রেলওয়ে স্টেশনের এ ঘটনা ঘটে।
স্টেশনের টিসি এএইচএম সাজ্জাদুল হক জানান, আন্তঃনগর, মেইল, লোকাল ট্রেনের যাত্রীদের কাছে টিকেট না থাকায় গত দুই দিনে ৫৭ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে নগদ ৯ হাজার ৫৭৫ টাকা জরিমানা আদায় করে টিকিট দিয়ে ছেড়ে দেওয়া হয়।
রেলওয়ে পুলিশের নিরাপত্তায় দায়িত্বে থাকা হাবিলদার ইস্রাফিল হোসেন জানান, ঢাকা-দেওয়ানগঞ্জ চলাচলকারী ট্রেনগুলোতে যাতে যাত্রীরা ছাদে না ওঠে সে জন্য সকল নিরাপত্তাকর্মীরা তৎপর রয়েছে। ঈদ পরবর্তী দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রতিদিনই নিরাপত্তা বাহিনী, ট্রাফিক বিভাগ ব্যাপক তৎপর রয়েছে।