শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ন
Bengali Bengali English English
সদ্য পাওয়া :
সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুর রিমান্ড মঞ্জুর বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খারিজ বকশীগঞ্জে ছাত্রলীগের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষকে স্বাগত বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন বকশীগঞ্জে স্কুল থেকে ফেরার পথে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের শিকার টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত বকশীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা দেওয়ানগঞ্জে মাদ্রাসা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বকশীগঞ্জে পুলিশের অভিযানে বিএনপির ৯ নেতাকর্মী আটক বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা

আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসার কোনই বিকল্প নেই

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮
  • ১৯৮৬ জন সংবাদটি পড়ছেন

অধ্যাপক মোঃ সুরুজ্জামান.. অতিথি লেখক ও উপদেষ্টা, সাপ্তাহিক বকশীগঞ্জ|

[quote color=”#b7462a” arrow=”yes” align=”left”]জামালপুরের পাঁচটি আসনের চারটিতেই মনোনয়ন প্রত্যাশীদের ভীর লক্ষনীয়। এঁদের মধ্যে অনেকেই দুধের মাছি। আবার অনেকেই দলের দুঃসময়ের কান্ডারী ছিলেন। তবে দুধের মাছিদের প্রেসারে এঁদের অনেকেই আজ সংকোচিত। লাগাতার ক্ষমতায় থাকার কারণে দলে এখন স্বাধীনতা বিরোধী ও স্বাধীনতা বিরোধীদের আশ্রয়দাতা বিএনপি’র চরদের অভয়ারণ্য। এরাই দলে এখন সুপার Active. আর পোড় খাওয়া মাঠ কর্মিরা অনেক ক্ষেত্রেই Off line এ। দলের প্রয়োজনে এই পোড় খাওয়ারাই মাঠে থাকবে আর দুধের মাছিরা চেয়ে চেয়ে দেখবে পানি কোন দিকে গড়ায়।[/quote]

জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে এবার মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা অতীতের যে কোন সময়ের চেয়ে অধিক। দল দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আসীন থাকার জন্য এটি হয়েছে সন্দেহ নেই। বিগত দিনে দল যখন বিরোধীদলে ছিল, তখন এ রকমটি ছিল না। তখন জেলার ৫টি আসনেই দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৈন্যতা ছিল।
এখন সে দৈন্যতা আর নেই।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামালপুরের পাঁচটি আসনের চারটিতেই মনোনয়ন প্রত্যাশীদের ভীর লক্ষনীয়। এঁদের মধ্যে অনেকেই দুধের মাছি। আবার অনেকেই দলের দুঃসময়ের কান্ডারী ছিলেন। তবে দুধের মাছিদের প্রেসারে এঁদের অনেকেই আজ সংকোচিত। লাগাতার ক্ষমতায় থাকার কারণে দলে এখন স্বাধীনতা বিরোধী ও স্বাধীনতা বিরোধীদের আশ্রয়দাতা বিএনপি’র চরদের অভয়ারণ্য। এরাই দলে এখন সুপার Active. আর পোড় খাওয়া মাঠ কর্মিরা অনেক ক্ষেত্রেই Off line এ। দলের প্রয়োজনে এই পোড় খাওয়ারাই মাঠে থাকবে আর দুধের মাছিরা চেয়ে চেয়ে দেখবে পানি কোন দিকে গড়ায়। দলের এই বাস্তবতা নিয়েই আওয়ামী লীগকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে থাকতে হবে।




বাস্তবতা যাই হোক, দেশ ও জাতির উন্নয়নের চলমান ধারায় আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসার কোনই বিকল্প নেই।
আর এর জন্য প্রয়োজন দলের সার্বিক শৃংখলা ও ঐক্যবদ্ধ সাংগঠনিক কাঠামো। এটি নিশ্চিত করার দায়িত্ব দলের দায়িত্বশীল নেতাদের। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতাদের এই দায়িত্ব এড়ানোর কোন সুযোগই নেই। কিন্তু বাস্তবতা, চাহিদার তুলনায় অনেক টুকুই অপ্রতুল। এই বাস্তবতা কাটিয়ে উঠতে হবে খুবই দ্রুততম সময়ের মধ্যে। তা না হলে চরম খেসারত গুনতে হবে আমাদেরই।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণার স্টাইল অনেকটাই অনাকাংখিত। একই দলের হয়ে,
কেউ কেউ যেভাবে নিজেদের কে মাঠে সাধারণের কাছে উপস্থাপন করছেন, তা কোন ভাবেই গ্রহনযোগ্য নয়। সামনে যে সময় টুকু আছে, তা খুবই হিসাব করে পরিকল্পিত ভাবে কাজে লাগাতে হবে নিঃসন্দেহে। এবং এর কোনই বিকল্প নেই।

সময়ের তালে তাল মিলিয়ে চলে রাজনীতি-১

( চলবে)

পছন্দ হলে শেয়ার করুন

এ ধরনের আরও সংবাদ
সাপ্তাহিক বকশীগঞ্জ
        Develop By CodeXive Software Inc.
HelloBangladesh