ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
জামালপুরের বকশীগঞ্জে নির্মানাধীক একটি ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বিনা অনুমতিতে কৃষি জমিতে ইটভাটা স্থাপনের চেষ্টা করার জন্য ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিক এ জরিমানা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিক জানান, বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামে হাফিজুর রহমান ফিরোজ নামে এক ব্যক্তি কৃষি জমিতে ইটভাটা স্থাপনের চেষ্টা করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় ইটভাটা স্থাপন সংক্রান্ত কোন কাগজপত্রাদী দেখাতে না পারায় বিনা অনুমতিতে ইট ভাটা স্থাপনের জন্য ভ্রাম্যমান আদালত তাৎক্ষনিক ১৫ হাজার টাকা জরিমানা করে এবং পরবর্তি যথাযথ কর্তৃপক্ষের বৈধ অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটার সকল কার্যক্রম স্থগিত করে ভ্রাম্যমান আদালত।