গোলাম রাব্বানী নাদিমঃ বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ বলেন, বাংলাদেশকে জানতে হলে অবশ্যই বঙ্গবন্ধুকে জানতে হবে। কারন বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
বুধবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ বকশীগঞ্জ উপজেলা শাখা ও কিয়ামত উল্লাহ কলেজ শাখার যৌথ উদ্যোগ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানে মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর বন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আমাদের সোনার মানুষ হতে হবে বিশেষ করে শিক্ষার্থীদের। কারণ শিক্ষার্থীরাই হল আগামী সোনার বাংলাদেশের কান্ডারী।
পুথিগত শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় পরদর্শী হওয়ার আহ্বান জানিয়ে নুর মোহাম্মদ বলেন, শিক্ষা অর্জণ শুধু বইতে সীমাবদ্ধ থাকলেই চলবে না, উন্নত বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে গেলে আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজার সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। বিশেষ আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ ইদ্রিস আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, জয়নাল আবেদীন, নজরুল ইসলাম সাত্তার প্রমুখ।