স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধুরপাড়া ইউনিয়নের অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু করেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। চাল বিতরণকালে দায়িত্বরত টেক অফিসার আবদুল মোতালেব, ইউনিয়ন পরিষদ সচিব মো: শরিয়তুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাচ্চু খাঁন সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। এবার সাধুরপাড়া ইউনিয়নে ৫ হাজার ৩৭৭টি পরিবারকে ভিজিএফের চাল বিতরণ করা হবে। প্রথম দিনে সুুষ্ঠুভাবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।