বিশেষ প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে অটোরিক্সার ধাক্কা মোহাম্মদ আলী (৭৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। মোহাম্মদ আলী, জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার কাগমারীপারা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
রাত ৮টার দিকে বকশীগঞ্জ টুপকারচর রাস্তার কাগমারীপারা এলাকায় এ ঘটনা ঘটে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান, রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় গুরুত্বর আহত হয় মোহাম্মদ আলী। পরে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
এ ঘটনায় অটোরিক্সা আটক করা হলেও চালক পালিয়ে যায়।